পীরগঞ্জে অবৈধ বালু উত্তোলন কারীদের সাড়ে ৪ লক্ষ টাকা জরিমনা করেছে ভ্রাম্যমান আদালত । 136 0
পীরগঞ্জে অবৈধ বালু উত্তোলন কারীদের সাড়ে ৪ লক্ষ টাকা জরিমনা করেছে ভ্রাম্যমান আদালত ।
মোস্তফা মিয়া- পীরগঞ্জ,রংপুর থেকে
রংপুর পীরগঞ্জের করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন কারীদের বিরেুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাড়ে ৪ লক্ষ টাকা জরিমনাসহ বালু উত্তোলন করা সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। গত ১৫ অক্টোবর সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের দায়িত্ব প্রাপ্ত নির্বাহি ম্যাজিষ্ট্রেট রায়হানুল ইসলাম- এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
প্রকাশ, সম্প্রতি পীরগঞ্জে করতোয়া নদীতে পানি উন্নয়ন বোর্ড কর্র্তৃক নদী খননকৃত বালু নিলামে বিক্রয় করা হয়। উক্ত বালু নিলাম প্রাপ্ত ঠিকাদারগণের পাশাপাশি কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে অর্ধশাধিক স্থানে স্যালো মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করতে থাকে। বিষয়টি নিয়ে এলাকাবাসী মানবন্ধনসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট অভিযোগের ভিত্তিতে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে এ ভ্রাম্যমান পরিচালনার উদ্দ্যোগ নেয়া হয়। ভ্রাম্যমান পরিচালনাকালে টুকুরিয়া ইউনিয়নের সুজারকুটি বালু মহল থেকে ১ লক্ষ, বিছনা বালু মহলে ১ লক্ষ ৫০ হাজার এবং জয়ন্তীপুর বালু মহলে ২ লক্ষ টাকা জরিমনাসহ বালু উত্তোলন কাজে নিয়োজিত সরমঞ্জামাদি জব্দ করে থানা নিয়ে আসেন। অভিযান চলাকালে অন্যান্য বালু উত্তোলনকারীরা পলাতক থাকায় তাহাদে বিরুদ্ধে নিয়োমিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে জানায়। পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফতাবুজ্জামান আল ইমরান ও পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাহবুবার রহমান।